প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৬:৩১ পি.এম
নড়াইলে মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

মোঃ রাসেল হুসাইন নড়াইল :-গতকাল (২২ ফেব্রুয়ারী) শনিবার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের কৃতি সন্তান ও মতুয়া রত্ন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পালের স্বর্গীয় পিতা, মাতার ও মেজো দাদার স্মরণে দিনব্যাপি এ অনুষ্ঠানে নড়াইল, লোহাগড়াসহ আশেপাশের এলাকা থেকে ১০০টি মতুয়া দলের আগমন ঘটে। জয় ঢংকা, ঝাঝর আর সানাইয়ের সুরে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন আগত মতুয়া দলের শিল্পীরা।
এ সময় জয় হরিবোল ধ্বনিতে প্রকম্পিত হয়ে পড়ে রায়গ্রামসহ আশপাশের এলাকা। দুপুরে মতুয়া রত্ন দীলিপ পালের সভাপতিত্বে ও দেব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু শুভ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মানাভ ঠাকুর। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মতুয়া মাতা সুর্বনা ঠাকুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া তিতাস বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহবায়ক সাংবাদিক অশোক কুন্ডুসহ প্রমুখ।
ধর্মীয় এ উৎসব ঘিয়ে রায়গ্রামে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দোকানিরা বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসে।
নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল বলেন, 'আমার স্বর্গীয় পিতা, মাতা ও মেজে দাদার স্মরণে এলাকাবাসীর সহযোগিতায় এই মতুয়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এ অনুষ্ঠান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025