নিজস্ব প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় এক কেজি গাঁজা সহ মুক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার পশ্চিম মাধনগর কাজি পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মুক্তার হোসেন(৪৫) পশ্চিম মাধনগর কাজি পাড়া এলাকার মজিবর রহমান এর ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজি পাড়া গ্রামে মাদক কারবারী মুক্তার হোসেনের বাড়িতে অভিযান করেন সেনাবাহিনী ও পুলিশ। এসময় তার বাড়ি তল্লাসি করে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পরে মুক্তার হোসেন কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান পুলিশ।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান এ বিষয়ট নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক